সাংবাদিকের নাম প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ১০:৫৮ পিএম
নাইজেরিয়ায় রোববার একটি গির্জায় বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
রোববার ওন্দো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জায় প্রার্থনার জন্য অনেকে জড়ো হয়েছিলেন। সেই সময় বন্দুকবাজেরা গুলি চালায়। খবর রয়টার্সের
আইনপ্রণেতা ওগুনমোলাসুরি ওলুবলে বলেন, হামলাকারীরা ওনডো রাজ্যের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাকে টার্গেট করেছিল। ওই সময় লোকজন সবেমাত্র চার্চের নির্ধারিত প্রার্থনায় যোগ দিতে যাচ্ছিলেন।
ওন্দো প্রদেশের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোটিমি আকেরেদোলু বলেছেন, ‘ওওর নিরপরাধ লোকদের বিনা প্ররোচনায় হামলা ও হত্যা করা হয়েছে।...আমরা এই হামলাকারীদের খুঁজে বের করতে এবং তাদের শাস্তি দিতে সব ধরনের ব্যবস্থা নেব।’
যদিও গুলিতে ঠিক কত জন নিহত হয়েছেন সরকারিভাবে তা এখনও জানানো হয়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে গির্জা। সেই রক্তের উপর পড়ে রয়েছেন চার্চে প্রার্থনা করতে আসা মানুষরা।
হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো গ্রুপ এখন পর্যন্ত হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।
এই ঘটনায় শোক প্রকাশ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি বলেন, ‘যাই হোক না কেন, নাইজেরিয়া কখনও খারাপ মানুষের কাছে হার মানবে না। অন্ধকার কখনই আলোকে জয় করবে না।’
ওন্দো নাইজেরিয়ার শান্তিপূর্ণ রাজ্যগুলোর মধ্যে অন্যতম। তবে সেখানে কিছু দিন ধরে পশুপালক এবং কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির জেরেই এই হামলা কি না তা স্পষ্ট নয়।