সাংবাদিকের নাম প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৫ এএম
গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষ সংগ্রামে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ভয়-ভীতি বিএনপিকে দমন করতে পারবে না। বাংলাদেশের মানুষকে দমাতে পারবে না।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট গঠন করতে সক্ষম হবেন।
‘পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে’- আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আজকাল তারা এসব কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চায়। মূল বিষয়টা হচ্ছে- গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষ সংগ্রামে নেমেছে। এরই মধ্যে রাজপথে ঝরেছে রক্ত। এর মধ্য দিয়ে দেশ গণতন্ত্র ফিরে পাবে।